ভারতের মুখ্য বিচারপতি পদে শপথ নিলেন অসম সন্তান রঞ্জন গগৈ

ভারতের মুখ্য বিচারপতি পদে শপথ নিলেন অসম সন্তান রঞ্জন গগৈ
Published on

গুয়াহাটিঃ অসম সন্তান বিচারপতি রঞ্জন গগৈ আজ সুপ্ৰিমকোর্টের মর্যাদাসম্পন্ন প্ৰধান বিচারপতি হিসেবে শপথ নিলেন। গগৈই প্ৰথম অসম সন্তান,যিনি দেশের শীর্ষ আদালতে সর্বোচ্চ পদে আসীন হলেন। বুধবার সকালে রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ তাঁকে গোপনীয়তা রক্ষার শপথবাক্য পাঠ করান। প্ৰধান বিচারপতি পদে তাঁর শপথ গ্ৰহণ পর্ব অসম তথা অসমবাসীর কাছে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রইল।

শুধু অসমই নয়,গোটা উত্তরপূর্বাঞ্চল থেকে গগৈই প্ৰথম ওই শীর্ষ ও সম্মানীত পদটি অলংকৃত করলেন। অসমের ডিব্ৰুগড় জেলার বাসিন্দা গগৈ দেশের ৪৬তম সিজেআই হলেন। ২০১৯-এর ১৭ নভেম্বর অবধি এই পদে বহাল থাকবেন তিনি। ১৯৭৮ সালে গৌহাটি হাইকোর্টে আইনজীবী হিসেবে আইনি জীবন শুরু করেছিলেন গগৈ।

২০১২ সালে গগৈ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের মুখ্য বিচারপতি থেকে সুপ্ৰিমকোর্টের বিচারপতি হিসেবে পদোন্নতি পান। সুপ্ৰিমকোর্টের বিচারপতি হিসেবে ছ’বছরের কার্যকালে বহু উল্লেখযোগ্য রায় দিয়েছেন তিনি। গগৈ অসমের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী কেশবচন্দ্ৰ গগৈ ও শান্তি গগৈ মধ্যম পুত্ৰ। রঞ্জন গগৈর বড় ভাই অঞ্জন গগৈ এয়ার চিফ মর্শাল পদ থেকে অবসর নিয়েছেন। দুই বোন রাজ্য সরকারের উঁচু পদে বহাল এবং ছোট ভাই লণ্ডনের একজন খ্যাতনামা চিকিৎসক।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com