‘ভারতে মানব পাচারের ঘটনায় শীর্ষে উত্তর পূর্বাঞ্চল’

তিনসুকিয়াঃ ভারতে মানব পাচারের ক্ষেত্ৰে উত্তর পূর্বাঞ্চল তালিকার শীর্ষে রয়েছে এবং এই ইস্যুতে খুবই স্পর্শকাতর এই অঞ্চল। পুরুষ মানুষ পাচার করা হচ্ছে বিভিন্ন শারীরিক কাজে লাগানোর উদ্দেশ্যে। মহিলা ও মেয়েদের পাচারের ঘটনায় বিভিন্ন এজেণ্ট জড়িত রয়েছে। ওই সব এজেণ্টরা ভাল কাজ দেওয়া,বিয়ে,অথবা উন্নত থাকার সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার টোপ দিয়ে মহিলা ও মেয়েদের পাচার করছে। এরপর ওই সব মহিলাদের পতিতালয় অথবা অন্য কোনও নিম্নমানের কাজে নিয়োজিত করছে। বিশিষ্ট লেখিকা তথা ঔপন্যাসিক জুরি বরা বরগোঁহাই এই মন্তব্য করেন। আন্তর্জাতিক মহিলা দিবসে শুক্ৰবার তিনসুকিয়া কলেজে ‘উইম্যান ট্ৰাফিকিং ইন নর্থ ইস্ট ইন্ডিয়া’ শীর্ষক বিষয়ের ওপর আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য পেশ করেছিলেন তিনি। সেল ফর উইম্যানস স্টাডিজ অ্যান্ড ডেভেলপমেণ্ট(সিডব্লিউএসডি)এই অনুষ্ঠান আয়োজন করেছিল। বহু ছাত্ৰ ও শিক্ষক অনুষ্ঠানে অংশ নেন।
তিনি বলেন,দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এই অঞ্চলের মানুষ সহজ সরল জীবনে অভ্যস্ত। আর সে জন্যই সহজেই পাচারকারীদের টোপের শিকার হন তারা। বরগোঁহাই এই অঞ্চলের ছাত্ৰ বিশেষ করে মেয়েদের নিজের অভিভাবক ছাড়া অন্য কাউকে বিশ্বাস না করার আহ্বান জানান। এই সব পাচারের ঘটনায় চারটি শ্ৰেণির লোকেদেরই বেশি জড়িত থাকতে দেখা যায়। এরা হলো ঘনিষ্ঠ আত্মীয়,বন্ধু,ফেরিওয়ালা এবং অ্যাডভারটাইজিং এজেন্সি। এরাই পাচারকারীর ভূমিকা পালন করে থাকে।