Begin typing your search above and press return to search.

ভারত-ইংল্যান্ডের মহিলা ক্ৰিকেট দল গুয়াহাটিতে,বর্ষাপাড়া স্টেডিয়াম প্ৰথম ম্যাচ ৪ মার্চ

ভারত-ইংল্যান্ডের মহিলা ক্ৰিকেট দল গুয়াহাটিতে,বর্ষাপাড়া স্টেডিয়াম প্ৰথম ম্যাচ ৪ মার্চ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  2 March 2019 1:12 PM GMT

গুয়াহাটিঃ ভারত ও ইংল্যান্ডের মহিলা ক্ৰিকেট দল তিন ম্যাচের টি-২০ সিরিজে অংশ নিতে শুক্ৰবার গুয়াহাটি এসে পৌঁছয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পৃথক বিমানে গুয়াহাটিতে পা রাখে দুটো দল। এখানে পৌঁছেই খেলোয়াড়রা সরাসরি হোটেলে চলে যান। আজ তাদের প্ৰথম প্ৰ্যাকটিশ সেশন শুরু হবার কথা। উভয় দলের মধ্যে সিরিজের প্ৰথম ম্যাচ আগামি ৪ মার্চ বর্ষাপাড়ায় এসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর ক্ৰমে ৭ ও ৯ মার্চ পরবর্তী আরও দুটো ম্যাচে মুখোমুখি হবে উভয় দল।

আসাম ক্ৰিকেট সংস্থা(এসিএ)অসমে মহিলা ক্ৰিকেটকে জনপ্ৰিয় করার লক্ষ্যে দর্শকদের বিনামূল্যে প্ৰবেশাধিকারের সু্যোগ করে দিয়েছে। ম্যাচের সময় স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ দিকের গেট খোলা রাখা হবে। তিনটি ম্যাচ শুরু হবে বেলা ১১টা থেকে।

Next Story
সংবাদ শিরোনাম