গুয়াহাটি মহানগরীর বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠেয় ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের বহু প্ৰতীক্ষিত এক দিবসীয় ম্যাচের জন্য চলছে যুদ্ধাকালীন তৎপরতায় প্ৰস্তুতির পালা। এই ম্যাচের জন্য হাতে আর মাত্ৰ ২০দিন। আগামি ২১ অক্টোবরে অনুষ্ঠেয় ম্যাচের জন্য প্ৰস্তুতির পালা সারতে উঠেপড়ে লেগেছে অসম ক্ৰিকেট সংস্থা। ১১ অক্টোবর থেকে অনলাইন ও অফলাইনে ক্ৰিকেট প্ৰেমীদের জন্য টিকিট বিক্ৰি প্ৰক্ৰিয়া শুরু হবে বলে জানা গেছে। এই ম্যাচে দর্শক আসনে দেখা যাবে ক্ৰিকেটের ঈশ্বর শচীন তেণ্ডুলকর,প্ৰাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও মহেন্দ্ৰ সিং ধোনিকে। তাই বর্ষাপাড়া স্টেডিয়ামের এই ম্যাচ ঘিরে গুয়াহাটিবাসী এখন ক্ৰিকেট জ্বরে আক্ৰান্ত।
ভারত-ওয়েস্ট-ইন্ডিজ ম্যাচের জন্য বর্ষাপাড়া স্টেডিয়ামে যুদ্ধকালীন তৎপরতায় চলছে প্ৰস্তুতি

Next Story