ভারত-পাক যুদ্ধের হিরো এম পি আওয়াতি চলে গেলেন

ভারত-পাক যুদ্ধের হিরো এম পি আওয়াতি চলে গেলেন
Published on

গুয়াহাটিঃ ভাইস অ্যাডমিরাল এম পি আওয়াতি(অবসরপ্ৰাপ্ত)ইস্টার্ন ফ্লিটের নেভেল ইউনিটের কমান্ডার,যিনি ১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি আর নেই। ওই লড়াইয়ে শত্ৰুর সাবমেরিন ধ্বংস করতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন তিনি। রবিবার মহারাষ্ট্ৰের সাতারার কাছে নিজের গৃহ শহরে মৃত্যু হয় এই স্বাধীনতা সংগ্ৰামীর। মৃত্যুকালে আওয়াতির বয়স হয়েছিল ৯১ বছর।

প্ৰতিরক্ষা মন্ত্ৰী নির্মলা সীতারমন-এর বর্ণনা অনু্যায়ী ‘আওয়াতি ছিলেন ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে একজন আইকন’। তিনি টুইট করে বলেন, ‘ভাইস অ্যাডমিরাল এম পি আওয়াতি(অবসরপ্ৰাপ্ত)(পিভিএসএম,বীরচত্ৰু খেতাব জয়ী)চলে গেলেন। ১৯৭১ সালের ডিসেম্বরে আওয়াতি ইস্টার্ন ফ্লিট নেভেল ইউনিটের কমান্ডিং অফিসার ছিলেন। বেআইনি সামগ্ৰী বহনকারী শত্ৰুর তিনটি জাহাজ আটক করেছিলেন তিনি। শত্ৰু পক্ষের সাবমেরিন ধ্বংসে তাঁর ভূমিকা ছিল অনবদ্য। ভারতীয় নৌসেনার ইতিহাসে তিনি ছিলেন একজন আইকন। তাঁর প্ৰতি শ্ৰদ্ধা জানাচ্ছি আমি’। নৌবাহিনীর প্ৰধান সুনীল লানবা আওয়াতির মৃত্যুতে দুঃখ প্ৰকাশ করে বলেছেন,তাঁর প্ৰয়াণে একটা অধ্যায়ের অবসান ঘটলো।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com