
গুয়াহাটিঃ ভারত-বাংলাদেশ সীমান্তের অসমের অংশে এখনও ৬১.৪৯ কিলোমিটার এলাকা উন্মুক্ত অবস্থায় রয়েছে। এই এলাকা মোট আন্তর্জাতিক সীমান্তের ২৩.২৮ শতাংশ। সীমান্তের এই অংশের ১৩.৩৮ কিলোমিটার রয়েছে স্থলভাগে। ৪৮.১১ কিলোমিটার পড়েছে নদী এলাকায়। সোমবার অসম বিধানসভার শরৎকালীন অধিবেশনের প্ৰথম দিন রাজ্যের শিল্প,বাণিজ্য ও সংসদ বিষয়ক মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি একথা জানান।
কংগ্ৰেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের এক প্ৰশ্নের জবাবে সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন বিভাগের হয়ে পাটোয়ারি বলেন,ভারত-বাংলাদেশ সীমান্তে অসমের অংশে ২০১.৫১ কিলোমিটার এলাকায় ইতিমধ্যেই বেড়া বসানো হয়েছে। ১৩.৩৮ কিলোমিটার এলাকায় বেড়ার কাজ এখনও বাকি আছে।
পাটোয়ারি আরও উল্লেখ করেন উন্মুক্ত নদী এলাকা সিল করতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্তে ফ্লাড লাইট বসানোর সম্পর্কে পাটোয়ারি বলেন,এব্যাপারে কাজ চলছে। ধুবড়ি এবং দক্ষিণ শালমারার ফ্লাড লাইট বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে। কাছাড় জেলায় ফ্লাডলাইট বসানোর কাজ ৯৬ শতাংশ এগিয়েছে। করিমগঞ্জ জেলায় এগিয়েছে ৬০ শতাংশ।