ভারত বড় ধরনের পরিবর্তনের লক্ষ্যে এগোচ্ছেঃ মোদি

দেরাদুনঃ ভারত একটা বড় ধরনের সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে চলেছে এবং নতুন ভারত এক দিন বিশ্বের প্ৰগতিতে পথ প্ৰদর্শক হিসেবে নিজেকে তুলতে ধরতে পারবে। ‘ভারতে দ্ৰুত অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের রূপরেখা দেখা যাচ্ছে। একটা বড় ধরনের সংস্কারের লক্ষ্যে হাঁটছে দেশ। আমরা নতুন ভারত গড়ার লক্ষ্যে এগোচ্ছি’-উত্তরাখাণ্ডে প্ৰথম বিনিয়োগ শীর্ষ সম্মেলনে একথা বলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি।
‘বিশ্বের প্ৰথম সারির প্ৰায় প্ৰতিটি প্ৰতিষ্ঠান আঁচ করছে আগামি শতাব্দীতে বিশ্বের বিকাশে ভারত চালিকা শক্তি হিসেবে উঠে আসবে’। তিনি বলেন,ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্ৰে দেশ একটা সেরা ও সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে পেরেছে বলে মোদি উল্লেখ করেন। মোদি বলেন,ভারতীয় অর্থনীতি গত কয়েক বছরে স্থিতীশীল হয়েছে,আর্থিক ঘাটতি কমেছে। মুদ্ৰস্ফীতি নিয়ন্ত্ৰণে এসেছে এবং মধ্যবিত্তরা মাথা তুলে দাঁড়াচ্ছেন।