ভারত-মার্কিন দ্বিপাক্ষিক আলোচনা

ভারত-মার্কিন দ্বিপাক্ষিক আলোচনা
Published on

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্ৰ আজ এক দ্বিপাক্ষিক আলোচনায় বসে। দ্বিপাক্ষিক আলোচনায় ভারতের হয়ে প্ৰতিনিধিত্ব করেন বিদেশমন্ত্ৰী সুষমা স্বরাজ এবং প্ৰতিরক্ষা মন্ত্ৰী নির্মলা সীতারামন। আলোচনায় আমেরিকার পক্ষে প্ৰতিনিধিত্ব করেন মাইক পমপেও এবং জেমস ম্যাটিস। আজ বেলা ১১.০৫ মিনিটে আলোচনা শুরু হয়। আলোচনা শেষে চার নেতাই সন্ত্ৰাসের বিরুদ্ধে এবং ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে এক যৌথ বিবৃতি দেবেন। তবে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী স্বরাজ ও মার্কিন বিদেশ সচিব মাইক পমপেও-র মধ্যে আলোচনা ইতিমধ্যেই শেষ হয়েছে।

এদিকে প্ৰতিরক্ষা মন্ত্ৰী নির্মলা সীতারামন এবং মার্কিন প্ৰতিরক্ষা সচিব জেমস ম্যাটিসের মধ্যে একপ্ৰস্ত আলোচনা হয়ে গেছে এবং এখন তারা ২+২ বৈঠকে বসছেন। এই আলোচনায় আফগানিস্তান,ইরানের বিরুদ্ধে মার্কিন অবরোধ ও চিনের প্ৰসঙ্গ উঠবে। আলোচনায় সন্ত্ৰাসবাদের প্ৰসঙ্গে প্ৰথমেই আলোকপাত করা হবে। মার্কিন কর্মকর্তাদ্বয় পরে প্ৰধানমন্ত্ৰী মোদির সঙ্গেও দেখা করবেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com