
ইম্ফলঃ মায়ানমারের সঙ্গে থাকা ভারতের সীমান্ত বুধবার আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের সু্যোগ সুবিধা বৃদ্ধির স্বার্থেই গ্ৰহণ করা হয়েছে এই ব্যবস্থা। সরকারি সূত্ৰে এখবর জানানো হয়। এ উপলক্ষে গতকাল সকালে আন্তর্জাতিক গেটের কাছে মায়ানমারের মাটিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
ওই অনুষ্ঠানে মায়ানমারের পক্ষে প্ৰতিনিধিত্ব করেন ইউ আয়ে উইন,যিনি মায়ানমার শ্ৰম মন্ত্ৰকের স্থায়ী সচি। এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে মণিপুরের অতিরিক্ত মুখ্যসচিব এস আখতার রাজ্যের পক্ষে প্ৰতিনিধিত্ব করেন। বুধবার থেকে সীমান্তে একটা সুসংহত চেকপোস্টও কার্যকর করা হয়েছে।