ভুয়া হলফনামা ইস্যুর অভিযোগে আইনজীবী গ্ৰেপ্তার

গুয়াহাটিঃ সুধা রানি দাস নামে এক মৃতা মহিলার জাল হলফনামা প্ৰস্তুত করার অভিযোগে বৃহস্পতিবার আদালত চত্বরে আইনজীবী কিশোর দাহাল ছেত্ৰীকে(৫৬)গ্ৰেপ্তার করে পানবাজার পুলিশ।
পুলিশ সূত্ৰের মতে,এক খণ্ড জমির নো অবজেকশন সার্টিফিকেটের(এনওসি)পাওয়ার জন্য মৃতা সুধারানিকে জীবিত দেখিয়ে মৃতার পুত্ৰ সঞ্জয় দাসের পক্ষে অভিযুক্ত আইনজীবী ছেত্ৰী হলফনামাটি প্ৰস্তুত করেছিলেন। উল্লেখ্য,সুধারানি ২০১৪ সালে মারা গেছেন। হলফনামায় তাঁকে ২০১৭ সাল পর্যন্ত জীবিত দেখানো হয়েছে।
এই ঘটনায় পানবাজার থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছিল মৃতার পুত্ৰ সাধন দাসের গত ফেব্ৰুয়ারিতে করা এক অভিযোগের প্ৰেক্ষিতে। এই জালিয়াতির ঘটনায় সঞ্জয় দাস ও তার স্ত্ৰী বন্তি দাসকে এর আগেই গ্ৰেপ্তার করা হয়েছে। ছেত্ৰীর অন্তর্বর্তী জামিনের আবেদন গৌহাটি হাইকোর্ট খারিজ করে দেওয়ার পর গ্ৰেপ্তার এড়াতে ছেত্ৰী পালিয়ে বেড়াচ্ছিলেন। তবে বৃহস্পতিবার ছেত্ৰী তার একটি মামলার জন্য হাইকোর্টে উপস্থিত হলে পুলিশ তাকে গ্ৰেপ্তার করে। ছেত্ৰীকে দুদিনের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।