ভূমিকম্প,সুনামিতে ইন্দোনেশিয়ায় মৃত্যু বেড়ে ১৯৪৪

ভূমিকম্প,সুনামিতে ইন্দোনেশিয়ায় মৃত্যু বেড়ে ১৯৪৪
Published on

প্ৰলয় কম্পন ও সুনামিতে ইন্দোনেশিয়ায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। প্ৰাকৃতিক এই বিপর্যয়ে রবিবার মৃতের সংখ্যা দাঁড়ায় ১৯৪৪ জনে। সামরিক ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এখবর জানিয়েছে। মধ্য সুলাওয়েসি প্ৰদেশের যুগ্ম টাস্কফোর্সের একজন মুখপাত্ৰ বলেন,২৫৪৯ জন মানুষ এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যে সব মানুষ নিখোঁজ অথবা ধ্বংসস্তূপে চাপা পড়েছেন তাদের সংখ্যা ক্ৰমে ৬৮৩ ও ১৫২ জন। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলেছে,পালু শহর থেকে সবচেয়ে বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com