Begin typing your search above and press return to search.

ভোটার তালিকায় আচমকা নাম অন্তর্ভুক্তির হিড়িক পড়ায় কৌতূহল রাজ্য নির্বাচন বিভাগের

ভোটার তালিকায় আচমকা নাম অন্তর্ভুক্তির হিড়িক পড়ায় কৌতূহল রাজ্য নির্বাচন বিভাগের

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  29 Aug 2018 8:28 AM GMT

গুয়াহাটিঃ রাজ্যে এনআরসি নবায়নের কাজ চলার মধ্যে একটা শ্ৰেণি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য উঠেপড়ে লাগায় রাজ্য নির্বাচন কমিশনে(এসইসি)রীতিমতো কৌতূহলের সৃষ্টি হয়েছে। আবার অন্য একটা গোষ্ঠী দাবি করছে,তারা সন্দেহজনক ভোটার নয় কিন্তু ‘ডি’ ভোটারের তকমা তাদের নামের ওপর মেঘের ছায়ার মতো ঝুলে রয়েছে। এই শ্ৰেণির লোকেরা তাদের নামের ওপর থেকে ‘ডি’ তকমা মুছে ফেলার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজ্য নির্বাচন কমিশনের একটা সূত্ৰের মতে,গত একমাসে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য তারা নিদেনপক্ষে ১০০টি আবেদন পেয়েছেন।

আবেদনকারীদের মধ্যে এমন কয়েকজন আছে যাদের নামের পিছনে ‘ডি’ তকমা রয়েছে ভোটার তালিকায়। তাদের দাবি,তারা সন্দেহজনক ভোটার নন কিন্তু ‘ডি’ ট্যাগ ঝুলছে তাদের নামের উপর। তারা চান,অবিলম্বে ভোটার তালিকায় তাদের নামের ওপর থাকা ‘ডি’ তকমা অপসারণের। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য এইসব লোকেদের মধ্যে এত হুড়োহুড়ির কারণ জানতে রাজ্য নির্বাচন বিভাগে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

রাজ্য নির্বাচন কমিশনার(এসইসি)এইচ এন বরা সেন্টিনেলকে বলেন,‘গত একমাসে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আমরা অনেক আবেদনপত্ৰ পেয়েছি। কিছু আবেদনকারী দাবি করেছেন তারা সন্দেহজনক ভোটার নন কিন্তু তাদের নামের ওপর ‘ডি’ ট্যাগ ঝুলছে। তারা ভোটার তালিকায় তাদের নামের উপর থেকে ‘ডি’ তকমা অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন। এই ঘটনার দুঃখজনক দিক হচ্ছে ভোটার তালিকায় ভোটারের নাম অন্তর্ভুক্তি আমাদের এক্তিয়ার ভুক্ত নয়। আবেদনকারীদের এব্যাপারে কিছু বলতে হলে তারা সরসরি ভারতীয় নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। কারণ এব্যাপারে ইসিআই হচ্ছে মূল কর্তৃপক্ষ। তারা জেলা নির্বাচন কর্তার সঙ্গেও এবিষয়ে যোগাযোগ করতে পারেন’।

Next Story
সংবাদ শিরোনাম