Begin typing your search above and press return to search.

মঙ্গলদৈয়ে ‘বাজার ইন্ডিয়া’ শপিং মল সিল করলো প্ৰশাসন

মঙ্গলদৈয়ে ‘বাজার ইন্ডিয়া’ শপিং মল সিল করলো প্ৰশাসন

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  25 Oct 2018 8:29 AM GMT

আজ থেকে ২৭ দিন আগে মঙ্গলদৈ শহরে ‘বাজার ইন্ডিয়া’ নামের একটি শপিং মল চালু করা হয়েছিল। কিন্তু এক মাস পূর্ণ হওয়ার আগেই প্ৰশাসন মলটি সিল করে দেওয়ায় বহুজাতিক এই ব্যবসা প্ৰতিষ্ঠানের ফাঁপা স্বরূপকেই তুলে ধরেছে। দুর্গা পুজোর প্ৰাক মুহূর্তে অধিক মুনাফা আদায়ের স্বার্থে এই ব্যবসা প্ৰতিষ্ঠানটি সব নীতি নিয়ম জলাঞ্জলি দিয়ে তড়িঘড়ি মল চালু করে ব্যবসা শুরু করেছিল।

প্ৰতিষ্ঠানটি পুরসভার কাছ থেকে বাণিজ্যিক লাইসেন্স পর্যন্ত সংগ্ৰহ করেনি। তাছাড়া মলে উপযুক্ত পার্কিঙের ব্যবস্থা নেই। স্থায়ীভাবে বিদ্যুৎ সংযোগ না নিয়ে জেনারেটরের সাহায্যে বিপজ্জনকভাবে বিদ্যুতের ব্যবস্থা করার জন্য গতকাল মঙ্গলদৈয়ের রাজস্ব সার্কল আধিকারিক দ্বীপশিখা শইকিয়া মঙ্গলদৈ থানার ভারপ্ৰাপ্ত কর্তা নিরঞ্জন বরুয়া ও পুরসভার কর্মীদের উপস্থিতিতে প্ৰতিষ্ঠানটি সিল করে দেন।

জানা গিয়েছে,প্ৰশাসনের তরফে প্ৰতিষ্ঠান কর্তৃপক্ষকে বার কয়েক সতর্ক করে দেওয়ার পরও এব্যাপারে তারা কোনও গুরুত্ব না দেওয়ায় এই ব্যবস্থা গ্ৰহণ করতে হয় বলে সার্কল অফিসার সাংবাদিকদের জানান। তিনদিন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ,মঙ্গলদৈ পুরসভা,অসামরিক প্ৰতিরক্ষা,পূর্ত বিভাগের মঙ্গলদৈ বিদ্যুৎ সাব-ডিভিশনের আধিকারিকদের যৌথ পরিবেক্ষণ সংক্ৰান্ত রিপোর্টের ভিত্তিতে এই ব্যবস্থা গ্ৰহণ করা হয়।

অন্যদিকে বাজার ইন্ডিয়া-র উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলদৈর বিধায়ক গুরুজ্যোতি দাস,অতিরিক্ত জেলাশাসক বিদ্যুৎ বিকাশ ভাগবতী,পুরপতি প্ৰতাপ বরদলৈ উপস্থিত ছিলেন যদিও ব্যবসায়িক লাইসেন্স,পার্কিং,বিদ্যুতের স্থায়ী ব্যবস্থা না থাকার পরও কিভাবে প্ৰশাসনের পদস্থ কর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হলেন তা নিয়ে রহস্য দানা বাঁধছে সচেতন মহলে।

এদিকে প্ৰশাসনের এই উচ্ছেদকে নাটক আখ্যা দিয়েছে বৃহত্তর অসমিয়া যুব মঞ্চের দরং জেলা কমিটি। মঞ্চের নেতারা ক্ষোভের সুরে বলেন,ঢাকেশ্বরী বস্ত্ৰালয়,মহামায়া বস্ত্ৰালয় সহ বেশকটি বড় ব্যবসা প্ৰতিষ্ঠান পার্কিঙের ব্যবস্থা না করেই চালানো হচ্ছে। পুর আইন ভঙ্গকারী এধরনের ব্যবসা প্ৰতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতে কী ব্যবস্থা গ্ৰহণ করা হয় সেটাই লক্ষ্যণীয়।

Next Story
সংবাদ শিরোনাম