Begin typing your search above and press return to search.

মঙ্গলদৈয়ে ভোটারের আকস্মিক মৃত্যু

মঙ্গলদৈয়ে ভোটারের আকস্মিক মৃত্যু

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  19 April 2019 10:53 AM GMT

মঙ্গলদৈঃ মঙ্গলদৈয়ে বৃহস্পতিবার দ্বিতীয় দফার নির্বাচনে নিজের ভোটাধিকার প্ৰয়োগ করার পরই একজন মহিলার আকস্মিক মৃত্যু হয়। ঘটনাটি ঘটে মঙ্গলদৈ বিধানসভা কেন্দ্ৰের ১৫৬নং গিলাইডিঙ্গি এলপি স্কুলের ভোট কেন্দ্ৰের বাইরে। মৃত মহিলাকে ভারতী বরা কাকতি(৩৯)নামে শনাক্ত করা হয়েছে। জনৈক তিলক কাকতির পত্নী তিনি। প্ৰাপ্ত খবর অনু্যায়ী,ভারতী তাঁর গণতান্ত্ৰিক অধিকার প্ৰয়োগ করার পর বুথ থেকে বেরিয়ে আসেন। এরপর ছেলের স্কুটিতে উঠতে গিয়েই হঠাৎই জ্ঞান হারিয়ে পড়ে যান। তাঁকে সঙ্গে সঙ্গে মঙ্গলদৈ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মহিলাকে মৃত ঘোষণা করেন। আসলে হাসপাতালে নেওয়ার পথেই মহিলাটি মারা যান।

দুদিন আগেও দরঙে ইলেকশন ডিউটিতে থাকাকালে একজন কনস্টেবল হঠাৎই হৃদরোগে আক্ৰান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ডিব্ৰুগড় ডিস্ট্ৰিক্ট এগজিকিউটিভ ফোর্সের আর্মড ব্ৰাঞ্চের এই কনস্টেবলের নাম তিলক হাজরিকা। তাকে এখানে ইলেকশন ডিউটিতে মোতায়েন করা হয়েছিল। গেরিমারিতে আইটিআই কমপ্লেক্সের ক্যাম্পে ছিলেন তিনি। তাঁকেও হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে বলে মঙ্গলদৈ সিভিল হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ঘোষণা করেছিলেন।

Next Story
সংবাদ শিরোনাম