মণিপুরের মুখ্যমন্ত্ৰীর প্ৰাণনাশের হুমকি,গ্ৰেপ্তার কাংলেইপক কমিউনিস্ট পার্টির জঙ্গি

মণিপুরের মুখ্যমন্ত্ৰীর প্ৰাণনাশের হুমকি,গ্ৰেপ্তার কাংলেইপক কমিউনিস্ট পার্টির জঙ্গি
Published on

মণিপুরের মুখ্যমন্ত্ৰী বীরেন সিং-এর প্ৰাণনাশের হুমকি দেওয়ায় পুলিশ কাংলেইপক কমিউনিস্ট পার্টির(কেসিপি)জঙ্গি ঐনাম ইবোচাউবা সিং ওরফে কইরাংবাকে(৪৫)গ্ৰেপ্তার করেছে। পুলিশ সাংবাদিকদের একথা জানিয়েছে। ধৃত জঙ্গিটি মণিপুরের নিষিদ্ধ সংগঠন কাংলেইপক কমিউনিস্ট পার্টির স্বঘোষিত পদস্থ কমান্ডার এবং ওই সংগঠনের কার্যনির্বাহী চেয়ারম্যান। দিল্লির কোটলা মুবারকপুর এলাকার একটি গোপন ডেরা থেকে সম্প্ৰতি তাকে গ্ৰেপ্তার করা হয়। ভারত-মায়ানমার পিলার এবং নাগা ফ্ৰেমওয়র্ক চুক্তির প্ৰেক্ষিতে রাজ্যের বর্তমান বেহাল আইনশৃঙ্খলা পরস্থিতির জন্য ঐনাম সেলফোনে এক ভিডিও শটে হুমকি দিয়েছে এই ইস্যুগুলির একমাসের মধ্যে সমাধান করা না হলে মুখ্যমন্ত্ৰী ও তাঁর মন্ত্ৰিসভার সদস্যদের হত্যা করা হবে।

দিল্লির ডিসিপি(বিশেষ সেল)সঞ্জীব যাদব সাংবাদিকদের জানান কেসিপি(পিডব্লিউজি)-র স্বঘোষিত কমান্ডার ঐনাম মণিপুরে বিভিন্ন সন্ত্ৰাসী কার্যকলাপ ও অর্থ আদায়ের ঘটনায় জড়িত এবং সম্প্ৰতি সে রাজ্যের মুখ্যমন্ত্ৰী বীরেন সিংকে কোতল করার হুমকিও দিয়েছে। দিল্লিতে ঘাঁটি গেড়ে ঐনাম জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে দাবি করেছে দিল্লি পুলিশ।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com