মণিপুরে এপর্যন্ত গ্ৰেপ্তার ৭৯ জন রোহিঙ্গাঃ বীরেন সিং

মণিপুরে এপর্যন্ত গ্ৰেপ্তার ৭৯ জন রোহিঙ্গাঃ বীরেন সিং
Published on

ইম্ফলঃ বৈধ নথিপত্ৰ ছাড়া রাজ্যে ঢোকার জন্য মণিপুর পুলিশ এপর্যন্ত ৭৯ জন রোহিঙ্গাকে গ্ৰেপ্তার করেছে। মণিপুরের মুখ্যমন্ত্ৰী এন বীরেন সিং বুধবার একথা জানান। রাজ্য বিধানসভায় কংগ্ৰেস বিধায়ক কে রঞ্জিত-এর এক প্ৰশ্নের জবাব দিতে গিয়ে কথাটি বলেন মুখ্যমন্ত্ৰী। ধৃত ২৭ জন রোহিঙ্গা বিদেশি আইনের অধীনে বর্তমানে হাজোতে রয়েছে। অন্যান্যদের ছেড়ে দেওয়া হয়েছে-জানান তিনি।

মুখ্যমন্ত্ৰী বলেন,এরা(রোহিঙ্গা)মায়ানমার থেকে মোরে শহর হয়ে মণিপুরে ঢুকেছে। রোহিঙ্গাদের কয়েকজন আবার উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্য থেকে জিরি শহর হয়ে মণিপুরে ঢুকেছে। ‘আমরা রোহিঙ্গাদের প্ৰতি নজরদারি বাড়াতে পুলিশকে নির্দেশ দিয়েছি’। তিনি বলেন,অসমের মতো মণিপুরেও রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি রূপায়ণের ব্যবস্থা করতে আমরা কেন্দ্ৰীয় সরকারকে বলেছি। নাগরিক পঞ্জি হলে বিদেশিদের চিহ্নিত ও গ্ৰেপ্তার করা পুলিশের পক্ষে সহজ হবে বলে তিনি মনে করেন। ২০১২ সাল থেকেই রাজ্যে রোহিঙ্গাদের ধরপাকড় শুরু হয়। ওই বছরই রাজ্যে ৩২ জন রোহিঙ্গাকে গ্ৰেপ্তার করা হয়েছিল। ২০১৮ সালে রাজ্যে মোট ৩৬ জন বিদেশি নাগরিককে গ্ৰেপ্তার করা হয়-জানান মুখ্যমন্ত্ৰী।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com