মণিপুরে গ্ৰেপ্তার মাদক চোরাচালানকারী

মণিপুরে গ্ৰেপ্তার মাদক চোরাচালানকারী
Published on

ইম্ফলঃ মণিপুরের থাউবেল জেলা থেকে এক আন্তর্জাতিক মাদক চোরাচালানকারীকে পুলিশ গ্ৰেপ্তার করেছে। ভারত ও বিদেশের পুলিশও এই চোরাচালানকারীকে খুঁজছিল। পুলিশ সুপার(মাদক এবং সীমান্ত বিষয়ক)ডব্লিউ বাসু বলেন,মহম্মদ মাসলে নামের ওই চোরাচালানকারীকে ৩০ মে লিলং থেকে গ্ৰেপ্তার করা হয়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com