মণিপুরে ট্ৰাক লুটের ঘটনায় জড়িত ৩ এনএসসিএন(কে)জঙ্গি গ্ৰেপ্তার

মণিপুরে ট্ৰাক লুটের ঘটনায় জড়িত ৩ এনএসসিএন(কে)জঙ্গি গ্ৰেপ্তার
Published on

ইম্ফলঃ মণিপুরে গত ২১ সেপ্টেম্বর কমপক্ষেও ২০টি ট্ৰাক লুটের ঘটনায় জড়িত এনএসসিএন(কে)গোষ্ঠীর তিন জঙ্গিকে আসাম রাইফেলসের কদমতলা ব্যাটেলিয়ন গ্ৰেপ্তার করেছে। রাজ্যের তামেংলং জেলার নিউ বাউফুনডাই এলাকা থেকে অত্যাধুনিক অস্ত্ৰ ও গোলাবারুদ সহ এদের গ্ৰেপ্তার করা হয়। খবরে প্ৰকাশ,নিষিদ্ধ নাগা জঙ্গি সংগঠনের ধৃত ক্যাডাররা ট্ৰাক চালককে অপহরণের ঘটনায়ও জড়িত। জঙ্গিদের দাবি মতো ট্ৰাক চালক টাকা দিতে অস্বীকার করায় তাকে অপহরণ করে জঙ্গিরা।

গত শনিবারের এই ঘটনায় জঙ্গিদের হাতে দুজন ট্ৰাক চালক আহত হয়েছিলেন। রাজ্যে শান্তি প্ৰতিষ্ঠায় সশস্ত্ৰ বাহিনীর চেষ্টা বানচাল করতে এবং রাজ্যে একটা অশান্ত পরিস্থিতি জিইয়ে রাখতেই জঙ্গিরা ট্ৰাক লুট করে। পুলিশ জানাচ্ছে,ট্ৰাকগুলি অসম থেকে ইম্ফলে যাবার সময় মাকু সেতুর কাছে জঙ্গি আক্ৰমণের মুখে পড়ে। সশস্ত্ৰ জঙ্গিরা ট্ৰাকগুলি লক্ষ্য করে গুলি চালায় এবং জাতীয় সড়কে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। জঙ্গিরা একজন ট্ৰাক চালককে তুলে নিয়ে আটকে রাখে। জঙ্গিরা অন্যএকজন ট্ৰাক চালক ও হ্যান্ডিম্যানকে বেধড়ক পিটিয়েছে। আক্ৰমণকারীর ট্ৰাকগুলি থেকে প্ৰচুর টাকা ও অনেকগুলি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। তবে পুলিশের বিশেষ দল ঘটনার তদন্ত করছে। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com