ইম্ফলঃ মণিপুরে আসাম রাইফেলস ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন পিপলস লিবারেশন আর্মির(পিএলএ)মধ্যে শুক্ৰবার মাঝ রাত থেকে তুমুল সংঘর্ষে এক জঙ্গি এবং রাইফেলসের এক জওয়ানের মৃত্যু হয়। পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে,মায়ানমার সীমান্ত লাগোয়া চন্দেল জেলার প্ৰত্যন্ত জাউপি এলাকায় শুক্ৰবার শেষ রাতে শুরু হয় উভয়পক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই। এই ঘটনার প্ৰেক্ষিতে জেলায় হাই এলার্ট জারি করা হয়েছে। সংঘর্ষ স্থলটি ঘিরে রেখেছে আসাম রাইফেলস। জঙ্গিদের খোঁজে জোর তল্লাশি চালিয়ে যাচ্ছে জওয়ানরা।
Begin typing your search above and press return to search.