
গোরেশ্বরঃ বাকসা জেলার গোরেশ্বরের বিভিন্ন নিম্ন ও উচ্চ প্ৰাথমিক বিদ্যালয়ের দুপুরের আহারের শতাধিক রাঁধুনি ও কর্মী বেতন বৃদ্ধি ও অন্যান্য সু্যোগ সুবিধা সম্পর্কে দীর্ঘদিনের দাবি আদায়ে বুধবার গোরেশ্বরে ব্লক প্ৰাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে ধরনা দেন। দীর্ঘদিনের ঝুলে থাকা দাবি নিয়ে শ্লোগানও দেন তাঁরা। আন্দোলনকারীরা প্ৰধানমন্ত্ৰীর উদ্দেশে গোরেশ্বরের ব্লক প্ৰাথমিক শিক্ষা আধিকারিকের হাতে একটি স্মারকপত্ৰও তুলে দেন।
ওই স্মারকলিপিতে পাঁচদফা দাবির কথা উল্লেখ করেছেন তাঁরা। স্মারকলিপিতে বর্তমানের ১ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির অনুরোধ জানানো হয়েছে। তাছাড়া দুপুরের আহার প্ৰকল্প বেসরকারি হাতে দেওয়া বন্ধ করতে,প্ৰতিমাসের শেষে সময় মতো বেতনের টাকা রিলিজ করা,কর্মীদের সামাজিক নিরাপত্তা এবং মিথ্যে অভিযোগে চাকরি ছাঁটাই বন্ধ করার দাবি জানানো হয়েছে স্মারকপত্ৰে। গুয়াহাটিতেও এদিন মধ্যাহ্ন আহারের কর্মীরা তাদের দাবি নিয়ে দিশপুর লাস্ট গেটে ধরনা পালন করেন।