মনোনয়ন পত্ৰ দাখিল ও প্ৰচারে নামলো কংগ্ৰেস

গুয়াহাটিঃ আগামি ১১ এপ্ৰিল রাজ্যে অনুষ্ঠেয় প্ৰথম দফার লোকসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্ৰ দাখিলের পর্ব শুরু হয়ে গেছে। পাশাপাশি পিছিয়ে নেই প্ৰার্থীদের প্ৰচার অভিযানও। তবে প্ৰথম দফা নির্বাচনের জন্য সব দল এখনও প্ৰার্থীদের নাম ঘোষণা করে উঠতে পারেনি।
লখিমপুর সংসদীয় কেন্দ্ৰের কংগ্ৰেস প্ৰার্থী অনিল বরগোঁহাই বুধবার তাঁর মনোনয়নপত্ৰ দাখিল করেছেন। প্ৰথম দফা নির্বাচনের জন্য মনোনয়নপত্ৰ দাখিলের অন্তিম তারিখ হছে ২৫ মার্চ।
নির্বাচনের জন্য কংগ্ৰেস ইতিমধ্যেই দশটি আসনে তাদের প্ৰার্থীদের নাম ঘোষণা করেছে। আন্যদিকে,অসম গণ পরিষদ(অগপ)আগামি দু-একদিনের মধ্যেই তাদের প্ৰার্থীদের নাম ঘোষণা করবে। এদিকে কংগ্ৰেস দলীয় প্ৰার্থীর সমর্থনে ইতিমধ্যেই প্ৰচারে নেমে পড়েছে। নগাঁওয়ে দলীয় প্ৰার্থী প্ৰদ্যুৎ বরদলৈকে নিয়ে কংগ্ৰেস বুধবার শহরে একটি মিছিল বের করে। বিধায়ক তথা প্ৰাক্তন মন্ত্ৰী রকিবুল হুসেন বলেন,এ যাত্ৰায় কংগ্ৰেস নগাঁও আসন কব্জা করার আপ্ৰাণ চেষ্টা করবে’।
যোরহাট লোকসভা কেন্দ্ৰের কংগ্ৰেস প্ৰার্থী সুশান্ত বরগোঁহাইও নির্বাচনে জিততে প্ৰচারে নেমে পড়েছেন। অসমে এবার লোকসভার নির্বাচন হচ্ছে তিন পর্যায়ে। ১১,১৮ এবং ২৩ এপ্ৰিল রাজ্যের ১৪টি লকসভা আসনে নির্বাচন পর্ব সম্পন্ন করা হবে।