গুয়াহাটিঃ অগপ প্ৰথমবার নাগরিকত্ব বিলের বিরোধিতা করে জেপিসি-র সাম্প্ৰতিক শুনানিকালে। এরপর গুয়াহাটিতে এনইডিএ-র(নেডা)সাম্প্ৰতিক বৈঠকে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সামনে বিলের বিরোধিতা করে তারা। শুক্ৰবার মন্ত্ৰিসভায় তারা বিলটির বিরোধিতা করছে। অগপ সভাপতি অতুল বরা একথা জানান।
Begin typing your search above and press return to search.