শিলচরঃ গৌহাটি হাইকোর্টের আইনজীবী এবং প্ৰাক্তন এসিকেএইচএসএ(আকসা)সভাপতি প্ৰদীপ দত্তরায় এনআরসির খসড়া প্ৰকাশের পরবর্তী পরিস্থিতির খবর নিতে তৃণমূল কংগ্ৰেস ৮ জনের প্ৰতিনিধিদল শিলচরে পাঠানোয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জির সমালোচনা করেন। এনআরসি খসড়া প্ৰকাশের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবং শান্তিভঙ্গের আশঙ্কায় কাছাড় প্ৰশাসনের তরফে ১৪৪ ধারা বলবত করার কথা জেনেও টিএমসি প্ৰতিনিধিদলটি শিলচরে আসে। ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের সহানুভূতি আদায় করে রাজনৈতিক ফায়দা তোলার লক্ষ্যেই তৃণমূলের দলটি এখানে এসেছিল বলে মনে করেন দত্তরায়।
Begin typing your search above and press return to search.