মমতা দিদির অভিযোগে দুঃখ পেয়েছি,বললেন হিমন্ত

গুয়াহাটিঃ সারদা চিটফান্ড থেকে তিন কোটি টাকা নেওয়ার অভি্যোগ মঙ্গলবার সরাসরি উড়িয়ে দিয়েছেন অসমের প্ৰভাবশালী অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। বহু কোটি টাকার সারদা কেলেংকারিতে হিমন্তবিশ্ব শর্মা জড়িত থাকার প্ৰমাণ রয়েছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি রবিবার যে বোমা ফাটান তাতে অসম বিধানসভায় ব্যাপক প্ৰভাব পড়ে। সোমবার অসম বিধানসভায় কংগ্ৰেস বিধায়করা ব্যানার্জির ওই অভি্যোগ সম্পর্কে রাজ্য সরকারের কাছ থেকে বিবৃতি দাবি করে এক টালমাটাল পরিস্থিতির সৃষ্টি করেন।
রাজ্য কংগ্ৰেসের তরফ থেকে বলা হয়,কেন্দ্ৰীয় তদন্ত ব্যুরো(সিবিআই)অসমেও তদন্ত শুরু করেছিল। ওই সময়ে শর্মা কংগ্ৰেসের প্ৰভাবশালী নেতা ছিলেন। কিন্তু ২০১৫ সালে শর্মা বিজেপিতে যোগ দেওয়ার পর তদন্ত থমকে যায়। বিরোধী কংগ্ৰেস বলেছে,সিবিআই শর্মাকে জেরা করা ছাড়াও তাঁর গুয়াহাটির বাড়িতেও হানা দিয়েছিল। কিন্তু ২০১৫ সালে শর্মা বিজেপিতে যোগ দেওয়ার পর তদন্ত বন্ধ হয়ে যায়। এর পরের বছরই গেরুয়া দলটি রাজ্যের ক্ষমতায় আসে।
সারদা কাণ্ডে শর্মার জড়িত থাকার পর্যাপ্ত প্ৰমাণ রয়েছে এবং তাঁকে গ্ৰেপ্তার করারও দাবি জানিয়েছেন মমতা।
এদিকে শর্মা বলেছেন,‘মমতা দিদি অকাট্য কোনও প্ৰমাণ ছাড়া আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তাতে আমি খুবই দুঃখ পেয়েছি। মমতার প্ৰতি কটাক্ষ করে হিমন্ত বলেছেন আমি আপনার পুলিশ কমিশনারের মতো ভাগ্যবান নই। সারদা কেলেংকারিতে আমি সাক্ষী হিসেবে তদন্তে সহায়তা করেছি। এসব হয়েছে আমি বিজেপিতে যোগ দেওয়ার অনেক আগে’-মঙ্গলবার টুইট করে বলেন হিমন্ত। ‘টিআরপি বাড়াতে আমার নাম ভাঙিয়ে কেউ যদি রাজনীতি করে অথবা আমার নাম দেখিয়ে তাদের বিপনি খোলা রাখতে চান তাহলে আমার তাতে কী করার আছে’। বিধানসভার বাইরে মঙ্গলবার সাংবাদিকদের একথা বলেন শর্মা।