
বেঙ্গালুরুঃ প্ৰতিমাসে দুটো মহাকাশ অভিযান চালাতে প্ৰস্তুত ভারত। আগামি ১৬ মাসের মধ্যে ভারতের ৩১টি উপগ্ৰহ উৎক্ষেপণের কথা আছে। রবিবার একজন পদস্থ সরকারি কর্তা একথা জানান। ‘মহাকাশ সংস্থার সামনে আগামি দিনে ঠাসা কর্মসূচি রয়েছে, আসছে পাঁচ মাসের মধ্যে আমরা ৯টি উপগ্ৰহ উৎক্ষেপণের লক্ষ্য নির্ধারণ করায়’। ‘প্ৰতি মাসে দুটো মিশনের লক্ষ্যে ২০১৯-এর ফেব্ৰুয়ারি থেকে ডিসেম্বর অবধি ২২টি মিশনের লক্ষ্যে স্থির করা হয়েছে’। রাষ্ট্ৰের পরিচালিত ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্ৰের(ইসরো)চেয়ারম্যান কে শিবান এখানে সাংবাদিকদের একথা জানান।