মহানগরীতে অনিয়মিত জল সরবরাহের বিরুদ্ধে সিপিআই(এম)এর বিক্ষোভ

মহানগরীতে অনিয়মিত জল সরবরাহের বিরুদ্ধে সিপিআই(এম)এর বিক্ষোভ
Published on

গুয়াহাটিঃ জীবন নির্বাহের জন্য অতীব প্ৰয়োজনীয় পানীয় জল। অনিয়মিত পানীয় জল সরবরাহ মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তির মুখে ফেলেছে। মহানগরীতে বিশেষ করে শহরের বস্তি এলাকাগুলিতে পানীয় জলের অভাব নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জল সংকট মোচনে সরকারকে আশু ব্যবস্থা গ্ৰহণ করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

সিপিআই(এম)মহানগরীতে জল সরবরাহ সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে সোমবার। সিপিআই(এম)এর গুয়াহাটি আঞ্চলিক কমিটির সেক্ৰেটারি কাশ্যপ চৌধুরী অনিয়মিত জল সরবরাহে ক্ষোভ উগড়ে দিয়ে এবিষয়ে জোরদার সিবিআই তদন্তের পোষকতা করেন। জল সরবরাহ কেন অনিয়মত হচ্ছে তার গভীরে তলিয়ে দেখার আর্জি জানান তিনি। তাছাড়া জল সরবরাহ প্ৰকল্পগুলি যথাযথভাবে কাজ করেছে কি না সরকারকে সেদিকে নজর দেওয়া উচিত-বলেন তিনি।

চৌধুরী প্ৰতিটি পরিবারের জন্য কমপক্ষে ২০ হাজার লিটার জল বিনামূল্যে সরবরাহের ব্যবস্থা করার দাবি জানান। বস্তি এলাকাগুলিতে পানীয় জলের ব্যবস্থা করার আর্জি জানান তিনি। কমিটি এদিন তাদের এই দাবি নিয়ে জেলাশাসকের কর্যালয়ের সামনে বিক্ষোভ দেখায়। জেলাশাসক অবশ্য কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে এই আশ্বাস দেন যে তিনি বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের কাছে তুলবেন যাতে সংকট থেকে পার পাওয়া যায়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com