মহানগরীতে ও’লা-উবার চালক ও মালিকের প্ৰতিবাদ

মহানগরীতে ও’লা-উবার চালক ও মালিকের প্ৰতিবাদ
Published on

আজ মহানগরী গুয়াহাটিতে ও’লা-উবার চালক ও মালিকরা এক প্ৰতিবাদ কর্মসূচি রূপায়ণ করেন। খানাপাড়াস্থিত পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের মাঠে থেকে উবার কার্যালয় পর্যন্ত বের করা হয় এক প্ৰতিবাদ মিছিল। দীর্ঘদিন ধরে ইনসেনটিভ বন্ধ করা নিয়ে এই প্ৰতিবাদ কর্মসূচি গ্ৰহণ করে আসছে ও’লা-উবার চালক ও মালিক সংস্থা। এই মিছিলে শতাধিক ও’লা-উবার চালক ও মালিক অংশ নিয়ে পরিবেশ উত্তাল করে তোলেন। প্ৰতিবাদকারীরা যাতে প্ৰতিবাদ তীব্ৰভাবে গড়ে তুলতে না পারে তার জন্য পুলিশের একটি দলের সঙ্গে একটি জলবাহী বাহনও মোতায়েন করা হয় প্ৰতিবাদ স্থলে। প্ৰথম দুই কিলোমিটারে নিম্নতম ১০০ টাকা ভাড়া নির্ধারণ ও’লা-উবার কর্তৃপক্ষ ২৬ শতাংশের বদলে ১০ শতাংশ সংগ্ৰহ,আগের মতো বোনাস দেওয়া,ও’লা-উবার নতুন গাড়ির অন্তর্ভুক্তি বন্ধ ইত্যাদি বেশকটি দাবি জানিয়ে জেলা প্ৰশাসনের উদ্দেশে একটি স্মারকপত্ৰ প্ৰেরণ করে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com