মহানগরীতে ধুমধামের সঙ্গে জন্মাষ্টমী পালিত

মহানগরীতে ধুমধামের সঙ্গে জন্মাষ্টমী পালিত
Published on

গুয়াহাটিঃ সারা দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে অসমের বিভিন্ন স্থানে সোমবার শ্ৰী শ্ৰী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধুমধামের সঙ্গে পালিত হয়। গুয়াহাটি ইসকন মন্দির,নেপালি মন্দির সহ বিভিন্ন স্থানে কৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয় সাড়ম্বরে। ইসকন মন্দিরে সকাল থেকে ভক্ত সমাগম শুরু হয়। এদিন বিভিন্ন রাধা কৃষ্ণ মন্দির পূজাপাঠ-ভজন,কীর্তনের মুখরিত হয়ে ওঠে। হরেকৃষ্ণ মুভমেণ্ট মহানগরীর সোনারাম স্কুলের মাঠে জন্মাষ্টমী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে কৃষ্ণ ও রাধার সাজে অংশ নেয় কচিকাচারা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com