Begin typing your search above and press return to search.

মহানগরীতে ১ কোটি টাকার নেশা সামগ্ৰী বাজেয়াপ্ত

মহানগরীতে ১ কোটি টাকার নেশা সামগ্ৰী বাজেয়াপ্ত

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  11 March 2019 12:31 PM GMT

গুয়াহাটিঃ অসম পুলিশের অপরাধ দমন শাখার একটি দল রবিবার মহানগরীর ছয়মাইল এলাকা থেকে রবিবার এক কোটি টাকার মাদক দ্ৰব্য বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় আরমান ভাই(৩১)নামে এক ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। ব্যক্তিটি মণিপুরের বিষ্ণুপুরের বাসিন্দা। বাজেয়াপ্ত ড্ৰাগসের পরিমাণ প্ৰায় ৩৫০ গ্ৰাম। ২৪টি প্যাকেটে রাখা ছিল এগুলি।

দিশপুর থানার ওসি বীরেন বরুয়ার মতে,এই সামগ্ৰীগুলো গুয়াহাটিরই কোনও ব্যক্তিকে সরবরাহ করার উদ্দেশে আনা হয়েছিল এই নেশাজাতীয় ওষুধগুলো ড্ৰাগস ব্যবহারকারীরা ইনজেকশনের মাধ্যমে শরীরে নিয়ে থাকেন। ওসি বলেন,ধৃত লোকটি এখনও পরিষ্কার করে কিছু বলেনি। তবে তাকে জেরা করে আমরা আরও তথ্য জানার চেষ্টা চালাচ্ছি-বলেন তিনি।

Next Story
সংবাদ শিরোনাম