মহানগরীর জিএস রোডে বুনো হাতির ত্ৰাস

মহানগরীর জিএস রোডে বুনো হাতির ত্ৰাস
Published on

গুয়াহাটিঃ মহানগরী গুয়াহাটির জিএস রোডে আজ(মঙ্গলবার)বিকেলে একটি বুনো হাতিকে জনারণ্যের মধ্যেই এগিয়ে যেতে দেখা যায়। হাতিটিকে ঘিরে ব্যস্ত রাজপথে জমে যায় ভিড়।

মানুষের মধ্যে দেখা দেয় ত্ৰাস ও উৎকণ্ঠা। ছয়মাইল এলাকা থেকে হাতিটি জিএস রোড ধরে এগোলে উৎসুক কিছু জনতা তার পিছু নেয়। বনকর্মী এবং পুলিশ হাতিটিকে জঙ্গলে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। বুনো হাতির জন্য রাজপথে যানজটেরও সৃষ্টি হয়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com