Begin typing your search above and press return to search.

মহানগরীর বশিষ্ঠপুরে পথের শোচনীয় অবস্থা,দুর্ভোগে নিত্যযাত্ৰীরা

মহানগরীর বশিষ্ঠপুরে পথের শোচনীয় অবস্থা,দুর্ভোগে নিত্যযাত্ৰীরা

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  30 March 2019 11:39 AM GMT

গুয়াহাটিঃ মহানগরী গুয়াহাটিকে স্মার্টসিটির লেবেল সাঁটার চেষ্টা চললেও শহরের বিভিন্ন পথঘাট কিন্তু ভিন্ন কথাই বলে। মহানগরীর বেলতলা অঞ্চলের বশিষ্ঠপুর পথটির ভাঙাচোরা অবস্থা নিত্যযাত্ৰীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্ৰের মতে,গত কবছর থেকে এই পথটিতে নির্মাণ কাজ চলছিল। কিন্তু আজ আবধি সম্পূর্ণ হয়নি নির্মাণ কাজ। এই পথ ধরে প্ৰতিদিন নিত্যযাত্ৰীদের নাকনি-চোবানি খেয়ে চলাচল করতে হয়। স্থানীয় মানুষ এই পথে চলাচল করতে গিয়ে প্ৰচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন। কখনো কখনো দুর্ঘটনা পর্যন্ত ঘটছে। বর্ষার সময় এই পথের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে। বৃষ্টির জলে পথ কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়ে। গাড়ি নিয়ে কিংবা পায়ে হেঁটে এই পথ পাড়ি দেওয়া কঠিন হয়ে পড়ে।

বেলতলার একজন বাসিন্দা মন্তব্য করেছেন যে,এই পথ ধরে চলাচল করতে গিয়ে তাদের প্ৰচণ্ড কষ্টের মুখে পড়তে হচ্ছে। পথের বিভিন্ন স্থান খানখন্দে ভরে আছে। পদযাত্ৰী এবং গাড়ি নিয়ে যারা যাতায়াত করেন তাদেরও যথেষ্ট ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পথ সারাইয়ের জন্য কোনও ব্যবস্থাই নিচ্ছেন না। বছর খানেক ধরে পথটির এই শোচনীয় অবস্থায় অঞ্চলবাসীর নাভিশ্বাস উঠেছে। বৃদ্ধ এবং সন্তান সম্ভবা মহিলাদের এই পথ দিয়ে নিয়ে যাওয়া রীতিমতো ঝুঁকিপূর্ণ।

সীমা কলিতা নামে এক নিত্যযাত্ৰী অভিযোগ করে বলেন,বর্ষার সময় বন্যা সদৃশ পরিস্থিতি সৃষ্টি হয়। রাস্তা পার হতে রিকসা চালকরা দ্বিগুণ পয়সা দাবি করে। এই কষ্ট এখন অসহনীয় হয়ে পড়েছে।

Next Story
সংবাদ শিরোনাম