গুয়াহাটিঃ আশপাশের বনাঞ্চল থেকে নেমে আসা একটি চিতা শুক্ৰবার মালিগাঁওয়ের শঙ্করদেব নগরে একটি বাড়িতে ঢুকে পড়ে। চিতাটি দীপক হুজুরি নামে এক ব্যক্তির বাড়িতে ছাগল শিকার করতে এসেছিল। কিন্তু শেষপর্যন্ত গৃহকর্তা দীপক হুজুরি ও তাঁর পত্নী কমলা হুজুরিকে আক্ৰমণ করে আহত করে চিতাটি।
দীপকবাবু ওই সময় বাইরে থেকে বাড়ির একটি রুমের দরজা বন্ধ করে দেওয়ায় আটকা পড়ে বাঘটি। এরপরই আহত হুজুরি দম্পতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ছুটে আসে বন কর্মী। তারা ট্ৰ্যাঙ্কুলাইজ করে চিতাটিকে অচেতন করে রাজ্য চিড়িয়াখানায় নিয়ে যায়। এই ঘটনায় শঙ্করদেব নগর জুড়ে প্ৰবল চাঞ্চল্য দেখা দেয়। এদিকে চিতার আক্ৰমণে আহত হুজুরি দম্পত্তি এখন বিপদমুক্ত বলে হাসপাতাল সূত্ৰে জানা গিয়েছে।