
গড়চিরোলি(মহারাষ্ট্ৰ): মহারাষ্ট্ৰের গড়চিরোলিতে বুধবার মাওবাদী বিদ্ৰোহীদের শক্তিশালী ল্যান্ডমাইন বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন পুলিশ কমান্ড এবং একজন নাগরিকের মৃত্যু হয়। মহারাষ্ট্ৰ দিবসের দিনই মাওবাদীরা এই মারণ হামলা চালায়। মাও জঙ্গিরা কুরখেড়া এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটিয়ে যে গাড়িটে উড়িয়ে দিয়েছে সেই গাড়িতে মহারাষ্ট্ৰ পুলিশের সি-৬০-র কমান্ডোরা ছিলেন। দুপুর ১২-৩০ নাগাদ বিস্ফোরণটি ঘটানো হয়। গড়চিরোলির দাদারপুর গ্ৰামে সন্দেহভাজন মাও জঙ্গিরা সড়ক নির্মাণের ৩৬ গাড়ি এবং রোড বিল্ডিং কনস্ট্ৰাক্টরের দুটি কার্যালয়ে আগুন দেওয়ার ১০ ঘণ্টা পার না হতেই মহারাষ্ট্ৰ পুলিশের ওপর এই বড় ধরনের হামলা চালালো। বিস্ফোরণে কমান্ডোদের গাড়িটি ছিন্ন ভিন্ন হয়ে গেছে।
মহারাষ্ট্ৰের পুলিশ ডিজিপি সুবোধ জয়সওয়াল মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন,আমরা ১৫ জন জওয়ানকে হারিয়েছি ঠিকই। তবে মাওবাদীদের বিরুদ্ধে রাজ্য পুলিশের অভি্যান আরও তীব্ৰতর করে তোলা হবে। শহিদ জওয়ানদের এই ত্যাগ কখনোই বৃথা যাবে না। আমরা এর সমুচিত জবাব দেব-বলেন তিনি। তবে এই জঘন্য আক্ৰমণকে গোয়েন্দাদের ব্যর্থতা বলতে তিনি রাজি নন বলে জানান। তিনি বলেন,নির্বাচনের সঙ্গে মাওবাদীদের এই আক্ৰমণের কোনও সংযোগ নেই। রাজ্যের মুখ্যমন্ত্ৰী দেবেন্দ্ৰ ফড়নবিশ এই ঘটনায় গভীর দুঃখ প্ৰকাশ করেছেন। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং-এর সঙ্গে আলোচনা করেছেন তিনি।