Begin typing your search above and press return to search.

মহিলা উদ্যোগীদের বাজার দখলে সচেষ্ট হওয়ার আহ্বান সর্বানন্দের

মহিলা উদ্যোগীদের বাজার দখলে সচেষ্ট হওয়ার আহ্বান সর্বানন্দের

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  26 Jun 2018 6:10 PM GMT

বরপেটাঃ মহিলা উদ্যোগীদের তাঁদের উৎপাদিত সামগ্ৰী নিয়ে রাজ্যের বাজার দখলের চেষ্টায় ব্ৰতী হতে আহ্বান জানালেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল। বরপেটার সরভোগ মিনি স্টেডিয়ামে পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন বিভাগের আয়োজিত মহিলা সমারোহে মুখ্যঅতিথির ভাষণে সোনোয়াল ওই আহ্বান জানান। মুখ্যমন্ত্ৰী বলেন,মহিলাদের অসীম ক্ষমতা রয়েছে। এই সত্য উপলব্ধি করে রাজ্যের সর্বাঙ্গীণ উন্নয়নে ও জাতি গঠনে অগ্ৰণী ভূমিকা নিতে হবে মহিলাদের।

Next Story
সংবাদ শিরোনাম