Begin typing your search above and press return to search.

মাজুলিতে চারটি নতুন ফেরি সেবা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্ৰী সোনোয়াল

মাজুলিতে চারটি নতুন ফেরি সেবা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্ৰী সোনোয়াল

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  10 Aug 2018 3:46 PM GMT

যোরহাটঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল বৃহস্পতিবার এখানকার কমলাবাড়িঘাটে অভ্যন্তরীণ জল পরিবহণ বিভাগের ৪টি নতুন ফেরি সেবার উদ্বোধন করেন। পরে আলিমুর মিসিং গাঁওয়ে এক জনসভায় নতুন ফেরি সেবা উদ্বোধনের বিষয়টি একটা ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করে তিনি বলেন,এরফলে মাজুলির মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। নতুন ফেরি সেবা চালু হওয়ায় মাজুলিবাসী এখন কম সময়ের মধ্যে মাজুলি ও যোরহাটের মধ্যে সহজেই আসা যাওয়া করতে পারবেন।

মুখ্যমন্ত্ৰী বলেন,যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থা উন্নত না হলে কোনও দেশই এগোতে পারে না। দেশের অর্থনৈতিক অগ্ৰগতিতে জলপথ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। উন্নত দেশগুলি ব্যবসা বাণিজ্যের স্বার্থে বহু শতাব্দী থেকে জল পথকেই ব্যবহার করে আসছে। মাজুলির সার্বিক উন্নয়নে ব্ৰহ্মপুত্ৰের জল পথকেই কাজে লাগাতে হবে-বলেন মুখ্যমন্ত্ৰী।

চারটি নতুন জলযানের মধ্যে একটি ২৮ মিটার দীর্ঘ। স্টিলের পাতে মোড়া এই জলযান নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি টাকা। এই যান ১৫০ জনের বেশি যাত্ৰী বহন করতে পারবে। ফেরি যাত্ৰীদের সুবিধার প্ৰতি লক্ষ্য রেখে বাকি তিনটি যান নির্মাণ করা হয়েছে। এখন থেকে যাত্ৰীদের বেসরকারি ফেরির ওপর তেমন নির্ভর করতে হবে না। মাজুলি আর বেশি দিন পিছিয়ে থাকবে না বলে উল্লেখ করে মুখ্যমন্ত্ৰী বলেন,কেন্দ্ৰ ও রাজ্য সরকারের উন্নয়নমূলক স্কিমগুলি শীঘ্ৰই রূপায়ণ করা হবে মাজুলি জেলায়। সারা বিশ্বের নজর রয়েছে নদীদ্বীপটির প্ৰতি। তাই পর্যটক আকর্ষণে মাজুলির পরিকাঠামো ঢেলে সাজাতে সরকার বেশকিছু পদক্ষেপ নিচ্ছে।

Next Story
সংবাদ শিরোনাম