মাজুলিতে ব্ৰহ্মপুত্ৰের করাল ভাঙন,ঘর ছেড়ে নিরাপদ আস্তানায় বহু পরিবার

মাজুলিতে ব্ৰহ্মপুত্ৰের করাল ভাঙন,ঘর ছেড়ে নিরাপদ আস্তানায় বহু পরিবার

বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলিতে মহাবাহু ব্ৰহ্মপুত্ৰের ভয়ঙ্কর ভাঙন চলছে। চলতি বছরে বন্যা দুদুবার মাজুলিতে থাবা বসায়। মাজুলির ১ নং মিছামারা গ্ৰামে ভাঙনের প্ৰবল আশঙ্কায় ৮৪টির বেশি পরিবার নিরাপদ আস্তানায় চলে গেছেন। প্ৰতিবছরই বন্যায় আক্ৰান্ত হচ্ছে মা্জুলি। বন্যা ফি বছরই ত্ৰাসের সৃষ্টি করছে নদীদ্বীপে।এবছরও তার ব্যতিক্ৰম হয়নি।

ব্ৰহ্মপুত্ৰ বোর্ড মাজুলি দ্বীপ রক্ষার দায়িত্ব নিয়েছে। নদীদ্বীপ বাঁচাতে ২৩৭ কোটি টাকা মঞ্জুর করা হলেও ভাঙন ঠেকাতে পাকপোক্ত কোনও ব্যবস্থা এখনও গ্ৰহণ করা হয়নি। দ্বীপের বাসিন্দারা প্ৰকৃতির দয়ার ওপর নির্ভর করেই বেঁচে আছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com