গুয়াহাটিঃ মাধ্যমিকের মেধা তালিকায় ঠাঁই পেয়েছে গুয়াহাটির ৪ জন। সুদর্শন পাবলিক স্কুলের তিন ছাত্ৰ আরবি চলিহা তৃতীয় স্থান,বিপঞ্চ ডেকা অষ্টম,জিনিথ কাশ্যপ নবম স্থান দখল করে স্কুলের জন্য গৌরব কুড়িয়ে এনেছে। গুয়াহাটির সেণ্ট মেরিজ হায়ার সেকেন্ডারি স্কুলের সারমন কেইজার নবম স্থান পেয়ে স্কুলের গৌরব বাড়িয়েছে।
Begin typing your search above and press return to search.