গুয়াহাটিঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল মাধ্যমিকে শীর্ষ স্থানাধিকারী রক্তিম ভূঁঞাকে সোমবার জনতাভবনের দপ্তরে সংবর্ধনা জানান। তেজপুরের মুনলাইট হাইস্কুলের ছাত্ৰ রক্তিম মোট ৫৯৩ নম্বর পেয়ে শীর্ষস্থান পায়। মুখ্যমন্ত্ৰী ১ লক্ষ টাকার একটি চেক ও গামোছা দিয়ে তাকে সংবর্ধনা জানান।
Begin typing your search above and press return to search.