তেজপুরঃ ২০ আসাম রাইফেলস মাধ্যমিকে শীর্ষ স্থানাধিকারী রক্তিম ভূঁঞাকে তাঁর তেজপুরের বাড়িতে গিয়ে একটি স্মারক,শংসাপত্ৰ ও নগদ অর্থ দিয়ে সংবর্ধনা জানাল। রক্তিম ৬০০র মধ্যে ৫৯৩ পেয়ে শীর্ষ স্থান দখল করে। রাইফেলসের এই স্বীকৃতি অন্যান্যদের ভাল ফল করায় উৎসাহিত করবে।
Begin typing your search above and press return to search.