মাধ্যমিক ও হাই মাদ্ৰাসা পরীক্ষার মাশুল বৃদ্ধি করলো সেবা

গুয়াহাটিঃ অসম শিক্ষা পরিষদ(সেবা)হাইস্কুল শিক্ষান্ত ও হাই মাদ্ৰাসা পরীক্ষার মাশুল ১৫০ টাকা বৃদ্ধি করেছে। এই নতুন মাশুল কার্যকর হচ্ছে ২০১৯-এর মাধ্যমিক ও হাই মাদ্ৰাসা পরীক্ষায়। গত ৬ অক্টোবর বোর্ডের এক সভায় মাশুল বৃদ্ধির এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৯ সালে মাধ্যমিক ও হাই মাদ্ৰাসা পরীক্ষার মোট মাশুল দাঁড়াচ্ছে ৬৫০ টাকা। ২০১৮ সালে এই মাশুলের পরিমাণ ছিল ৫০০ টাকা। তবে সেণ্টার ফি এবং প্ৰ্যাক্টিক্যাল পরীক্ষার মাশুল অপরিবর্তিত থাকছে। এই দুটো মাশুল থাকছে ৩০০ ও ১৫০ টাকা যথাক্ৰমে। প্ৰতি স্কুলে বার্ষিক স্বীকৃতি মাশুল ২০১৯-এ ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করা হচ্ছে। ২০১৮ তে এই মাশুল ছিল ৫০০ টাকা। এই মাশুল আদায় দিতে হবে স্কুলগুলিকে। এদিকে মাধ্যমিক ও হাই মাদ্ৰাসা পরীক্ষার ফর্ম অনলাইনে পূরণ করা যাবে ২৫ অক্টোবর থেকে এবং বন্ধ হবে ২০১৮-র ১৫ নভেম্বর। তবে রাজ্য সরকারের নির্দেশ অনু্যায়ী বিপিএল পরিবারের প্ৰার্থীদের মাশুল ছাড় দেওয়া হবে।