মানবতার মহান নিদর্শন তুলে ধরলেন ভিখারি মোহানন

মানবতার মহান নিদর্শন তুলে ধরলেন ভিখারি মোহানন
Published on

কেরলে বন্যার কবল থেকে বানভাসী দুর্গত মানুষের সাহায্যে সরকার,বিভিন্ন সংগঠন,এনজিও যখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সে সময় বন্যার্তদের দুর্দিনে কেঁদে উঠেছে এক ভিখারির প্ৰাণও। প্ৰকৃত মানবতার শিকড় যে কতটা গভীরে প্ৰোথিত,এই ভিখারি তাঁর সারা জীবনের সঞ্চিত সামান্য অর্থ দান করে মহানুভবতারই নজির গড়লেন।

কেরলের কোট্টায়াম জেলার পুনজারের বাসিন্দা মোহাননকে বেঁচে থাকার জন্য সারাটা জীবন ভিক্ষা করতে হয়েছে। ভিক্ষাবৃত্তি করে সঞ্চিত ৯৪ টাকা কেরলের বন্যাপীড়িতদের দান করে নিজেকে ধন্য করলেন তিনি। টাকাটা কি ভাবে দেবেন জানতেন না মোহানন। তাই চার কিলোমিটার হেঁটে প্ৰাক্তন কর্পোরেট কর্মকর্তা টিএম রশিদের বাড়িতে যান। মোহাননকে দেখে রশিদ তাঁর হাতে ২০ টাকার একটি নোট ধরিয়ে দেন। কিন্তু মোহানন ওই টাকা গ্ৰহণ করেননি। উল্টে নিজের তিল তিল করে সঞ্চিত ৯৪ টাকা তার হাতে তুলে দেন বন্যাক্লিষ্টদের জন্য।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com