মানুষ ক্যাবের বিরুদ্ধে ভোট দিচ্ছেনঃ হরিশ রাওয়াত

গুয়াহাটিঃ নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯(ক্যাব)ফের উত্থাপনের কথা বলে ভারতীয় জনতা পার্টি(বিজেপি)রাজ্যে অবৈধ অনুপ্ৰবেশে উৎসাহ দিছে। আর এরজন্য তারাই দায়ী। অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটির(এপিসিসি)দায়িত্ব প্ৰাপ্ত হরিশ রাওয়াত এই মন্তব্য করেন। রাওয়াত বলেন,ক্যাব নিয়ে বিজেপির অত্যধিক মাতামাতি কংগ্ৰেসের জয় নিশ্চিত করবে। বৃহস্পতিবার মঙ্গলদৈ,স্বশাসিত জেলা ডিফু,করিমগঞ্জ,শিলচর ও নগাঁওয়ে দ্বিতীয় দফায় যে ভোট হয়েছে তার সবকটিতেই কংগ্ৰেস জিতবে-বলেন তিনি।
বৃহস্পতিবার গুয়াহাটির রাজীব ভবনে সাংবাদিকদের রাওয়াত বলেন,মানুষ বিশেষ করে ক্যাবের বিরুদ্ধেই ভোট দিচ্ছেন। বিজেপি-অগপ জোট হারলে তা অসম চুক্তিরই জয় সূচিত করবে। জয় সূচিত করবে অসমিয়া সংস্কৃতি,ভূমিপুত্ৰদের অস্তিত্বের। ‘বিজেপি নেতাদের মতামত থেকে এটা স্পষ্ট হয়ে গেছে যে তারা ক্যাব আনতে এবং সেটি পাস করাতে বদ্ধপরিকর। বিলটি অসম চুক্তিকে ধ্বংস করবে। তবে কংগ্ৰেস যদি ক্ষমতায় আসে তাহলে ক্যাব-এর অস্তিত্বই থাকবে না’-বলেন রাওয়াত।
রাওয়াত বলেন,‘দ্বিতীয় দফার নির্বাচনী গতিবিধি থেকে এটা বোঝা গিয়েছে যে মানুষ বিজেপির বিরুদ্ধেই ভোট দিয়েছেন। শিলচরে প্ৰিয়ঙ্কা গান্ধীর সফরের পর পরিস্থিতি সম্পূর্ণ কংগ্ৰেসের অনুকূলে মোড় নিয়েছে। মঙ্গলদৈ কেন্দ্ৰের কংগ্ৰেস প্ৰার্থী ভুবনেশ্বর কলিতা সংসদে যেভাবে ক্যাবের বিরোধিতা করছেন তাঁকে চ্যাম্পিয়ন বলতেই হয়’-বলেন রাওয়াত।
তিনি বলেন,‘কোকরাঝাড় জেলায় কংগ্ৰেস কারো সঙ্গে কোনও আঁতাত করেনি। এমনকি বরপেটা,ধুবড়িতেও আঁতাতের পথে যায়নি কংগ্ৰেস। বিজেপি ও তার দোসর অগপ টাকার জোরে নির্বাচন খেলছে। তাদের লোভ আসন দখলের প্ৰতি’-বলেন রাওয়াত।