মার্ঘেরিটার প্ৰত্যন্ত গ্ৰামবাসীদের নির্বাচন বয়কটের হুমকি

ডিগবয়ঃ রাজ্য এখন নির্বাচনী জ্বরে আক্ৰান্ত। রাজনৈতিক দলগুলিও বসে নেই। ভোটারদের মন জয় করতে নিত্য নতুন ছক প্ৰস্তুত করছে তারা। কিন্তু এমন সময়ে তিনসুকিয়া জেলার মার্ঘেরিটা মহকুমার ২ নং টোকো পথারের বিভিন্ন প্ৰত্যন্ত গ্ৰামের ভোটাররা সাধারণ নির্বাচনে অংশগ্ৰহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
ওই এলাকায় প্ৰায়১,৫০০ ভোটার এবার কোনও রাজনৈতিক দলের প্ৰার্থীকে ভোট দেবেন না। এর কারণ প্ৰত্যন্ত গ্ৰামগুলির সংযোগী পথগুলির জরাজীর্ণ অবস্থা। পথঘাটের দুরবস্থার জন্য ওই এলাকার মানুষের কষ্ট সীমা ছাড়িয়ে গেছে। একের পর এক সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু গ্ৰামের সংযোগী পথগুলি সারাতে কেউই কোনও গুরুত্ব দেয়নি আজ অবধি। স্থানীয় এক ব্যক্তি শনিবার গ্ৰাম পরিদর্শনে যাওয়া প্ৰচার মাধ্যমের কাছে একথা বলেন। মার্ঘেরিটা কেন্দ্ৰের অন্তর্গত পেঙেরির প্ৰত্যন্ত গ্ৰাম এগুলি। ওই গ্ৰামগুলির পথ ঘাট দেখলে শিউরে উঠতে হয়। সামান্য বৃষ্টি হলে জল কাদায় ছেয়ে যায়। টোকোপথার,খাতংপানি এবং গ্ৰেমলং এলাকার আরও তিনটি গ্ৰামের মানুষ দিনের পর দিন পথের সমস্যায় ভুগছেন। বৃষ্টি হলে পথগুলিতে হাঁটু জল দাঁড়িয়ে যায়। এই পথগুলিতে কোনও ধরনের যানবাহন চলাচল করা দুষ্কর। গ্ৰামের জনৈক মহিলা অভিযোগ করে বলেন,তারা কোনও সাংসদ বা বিধায়ককে আজ অবধি চোখে দেখেননি। ছাত্ৰরা স্কুলে যেতে পারে না পথের দুরবস্থার জন্য। নির্বাচিত জনপ্ৰতিনিধিরা বরাবর গ্ৰামগুলির প্ৰতি বিমাতৃসুলভ আচরণ করে আসছেন বলে গ্ৰামবাসীরা অভিযোগ করেছেন।