
মার্ঘেরিটার ইনথেম গ্ৰাম পঞ্চায়েতের অধীন মাইচাং পানিতে ঘটলো অঘটন। বুড়িদিহিং নদীতে স্নান করতে গিয়ে দুই শিশুর জলে ডুবে মৃত্যু হয়। তবে একটি শিশু কোনো ক্ৰমে প্ৰাণে ধেঁচে যায়। স্থানীয় লোকেরা দুটি মৃতদেহ উদ্ধার করেছেন। আজ ভরা দুপুরে নদীতে সাঁতার দিতে গিয়ে ডুবে যায় তিনটি শিশু। তবে এদের মধ্যে সুরভি সোনোয়াল নামে ৯ বছরের একটি শিশুকে স্থানীয় মানুষ জীবন্ত উদ্ধার করতে সফল হন। বাকি দুটো শিশুর মৃত্যু হয়। মৃত শিশু দুটোর নাম চুনচুনি সোনোয়াল(৭)এবং বিরাজ সোনোয়াল(৪)বলে জানা গিয়েছে। এই ঘটনায় শোকে ছেয়ে যায় অঞ্চলটি।