মালিগাঁওয়ে রেলওয়ে স্টেশন রোডের গ্ৰিন পার্ক কলোনিতে শনিবার রাতে ব্যবসায়ী সুরেশ পোদ্দারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। পোদ্দার ও তাঁর পরিবার বাইরে গেছেন। বাড়ির দায়িত্ত্বে ছিলেন একজন কেয়ারটেকার। চারজনের একটি ডাকাত দল ওই রাতে বাড়িতে চড়াও হয়ে কলিং বেল বাজাতেই কেয়ারটেকার দরজা খুলে দেন। এরপরই ডাকাতির কাজ সারে ডাকাত দল। এদিকে পুলিশ ৫২ বছর বয়সী কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করছে।
Begin typing your search above and press return to search.