মিজোরামের মুখ্যমন্ত্ৰী হিসেবে শপথ নিলেন জোরামথাঙ্গা

মিজোরামের মুখ্যমন্ত্ৰী হিসেবে শপথ নিলেন জোরামথাঙ্গা
Published on

মিজোরামের মুখ্যমন্ত্ৰী হিসেবে শনিবার পদ ও গোপনীয়তার শপথ নিলেন জোরামথাঙ্গা। মিজো ন্যাশনাল ফ্ৰন্ট(এমএনএফ)-এর সুপ্ৰিমো জোরামথাঙ্গার সঙ্গে ১১ জন অন্যান্য মন্ত্ৰীরাও এদিন শপথ নেন। এর মধ্যে রয়েছেন ৫ জন ক্যাবিনেট এবং ৬ জন প্ৰতিমন্ত্ৰী। মিজোরামের রাজ্যপাল কুম্মানন রাজ শেখরণ তাঁদের শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য,ওই শপথ গ্ৰহণ অনুষ্ঠানে অংশ গ্ৰহণ করেন মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী কনরাড সাংমা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com