মিজোরামে নির্বাচনঃ প্ৰতিদ্বন্দ্বিতার ময়দানে ২০৯ প্ৰার্থী

আইজলঃ মিজোরাম বিধানসভার নির্বাচনে এবার ২০৯ জন প্ৰার্থী প্ৰতিদ্বন্দ্বিতা করছেন। ২০১৩ সাল থেকে এবার প্ৰার্থী সংখ্যা ৬৭ জন বেশি। আগামি ২৮ নভেম্বর মিজোরামে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মিজোরাম নির্বাচন বিভাগের একজন আধিকারিক বৃহস্পতিবার একথা জানান।
আধিকারিকটি বলেন,২০৯ জন প্ৰার্থীর মধ্যে ১৩ জন মহিলা। ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে মাত্ৰ ৬জন মহিলা প্ৰার্থী প্ৰতিদ্বন্দ্বিতা করেছিলেন,কিন্তু তাদের কেউই ভোটে জিততে পারেননি।
‘কংগ্ৰেস এবং মিজো ন্যাশনাল ফ্ৰণ্ট(এমএনএফ)প্ৰত্যেকেই ৪০টি আসনে প্ৰার্থী দিয়েছে। ওদিকে ভারতীয় জনতা পার্টি(বিজেপি)৩৯টি আসনে প্ৰার্থী মনোনীত করেছে’। মিজোরামের যুগ্ম নির্বাচনী অফিসার জোরামমুয়ানা একথা জানান। ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে খ্ৰিস্ট ধর্মাবলম্বী রাজ্য মিজোরামের ৪০টি আসনে ১৪২ জন প্ৰার্থী প্ৰতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বিজেপি শাসক কংগ্ৰেসকে উৎখাত করতে উঠেপড়ে লেগেছে। সিকিম ছাড়া ,উত্তর পূর্বাঞ্চলের ছটি রাজ্যে বিজেপি একাই কিম্বা শরিক জোটকে নিয়ে সরকার গড়েছে। ২০১৩তে মিজোরামে মাত্ৰ ১৭টি আসনে লড়ে বিজেপি মাত্ৰ ৩৭ শতাংশ ভোট পেয়েছিল। ১৯৯৮ থেকে ২০০৩ এবং ২০০৩-২০০৮ পর্যন্ত রাজ্যের আঞ্চলিক দল এমএনএফ দুদুবার রাজ্য শাসন করেছে। গতবার তারা ৩১টি আসনে প্ৰতিদ্বন্দ্বিতায় নেমে মাত্ৰ ৫টি আসন দখল করতে পেরেছিল। এমএনএফ বিজেপি নেতৃত্বাধীন উত্তর পূর্ব গণতান্ত্ৰিক জোটের(এনইডিএ)শরিক। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা,নির্বাচনের পর সরকার গড়ার জন্য বিজেপি-র সঙ্গে আঁতাত করতে পারে এমএনএফ।