মিজোরামে নির্বাচনী কাউণ্টডাউন শুরু,প্ৰচার শেষ হচ্ছে আজ

মিজোরামে নির্বাচনী কাউণ্টডাউন শুরু,প্ৰচার শেষ হচ্ছে আজ

গুয়াহাটিঃ মিজোরাম বিধানসভা নির্বাচনের কাউণ্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ২৮ নভেম্বর বিধানসভা নির্বাচন সম্পন্ন করার জন্য রাজ্য প্ৰশাসন প্ৰস্তুতির কাজ গুটিয়ে এনেছে। দেশের আরও এক রাজ্য মধ্যপ্ৰদেশেও আগামি ২৮ নভেম্বর একই দিনে বিধানসভার নির্বাচন হচ্ছে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামি ১১ ডিসেম্বর।

এবছর মিজোরামে মোট ভোটার হলেন,৭,৬৮,১৮১ জন। এরমধ্যে মহিলা ভোটার আছেন ৩,৯৩,৬৮৫ জন। ভোট গ্ৰহণ করা হবে ১,১৬৪টি কেন্দ্ৰে। ভোট কেন্দ্ৰগুলিতে ব্যবহার করা হবে ইভিএম। নির্বাচনের দুদিন আগেই পোলিং অফিসার ও নির্বাচনী কর্মীরা ইতিমধ্যেই নিজেদের ভোটকেন্দ্ৰের উদ্দেশে রওনা হয়ে গেছেন।

অন্যদিকে,রাজধানী শহর আইজল এবং জেলা সদরগুলির কাছেপিঠে থাকা ভোটগ্ৰহণ কেন্দ্ৰগুলির জন্য নিযুক্ত পোলিং অফিসার ও অন্যান্য কর্মীরা আগামিকাল নিজেদের গন্তব্যে রওনা হবেন।

নির্বাচনের দিন সকাল ৭টা থেকে ভোট শুরু হবে এবং চলবে বিকেল ৪টে পর্যন্ত। নির্বাচন শেষ হওয়া মাত্ৰ ইভিএমগুলি স্ট্ৰংরুমে নিয়ে যাওয়া হবে। নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে কেন্দ্ৰ ৪০ কোম্পানি কেন্দ্ৰীয় সংরক্ষিত পুলিশ বাহিনী মোতায়েন করেছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সারতে রাজ্য পুলিশ সশস্ত্ৰ বাহিনীকে সহযোগিতা করবে।

নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ১১ ডিসেম্বর। ভোট গণনা চলবে আটটি জেলা সদরে। আইজল বিধানসভা কেন্দ্ৰে পাঁচটি স্থানে ভোটগণনা হবে। এই কেন্দ্ৰগুলি হলো এসেম্বলি অ্যানেক্স,রাংবানা কলেজ,সরকারি আইজল কলেজ,পাবুংগা বিশ্ববিদ্যালয় কলেজ এবং আর ডেংথুয়ামা হল।

রাজ্যে নির্বাচনী প্ৰচার অভিযান আজই শেষ হচ্ছে। তাই রাজনৈতিক দলগুলি শেষ মুহূর্তের প্ৰচারে কোনওরকম খামতি রাখছে না। রাজ্যে নির্বাচনী ময়দানে রয়েছে ৩টি জাতীয় দল,তিনটি আঞ্চলিক দল এবং নথিভুক্ত না হওয়া আরও দুটি রাজ্য দল। কংগ্ৰেস এবং এমএনএফ রাজ্য বিধানসভার ৪০ আসনেই প্ৰতিদ্বন্দ্বিতা করছে। ৩৯টি আসনে লড়ছে বিজেপি।

এবার নির্বাচনী ময়দানে রয়েছেন ২০৯ জন প্ৰার্থী। এদের মধ্যে মাত্ৰ ১৮ জন প্ৰার্থী মহিলা। নির্দল হিসেবে প্ৰতিদ্বন্দ্বিতার আসরে আছেন ৬৩ জন।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com