মিজোরামের মুখ্যমন্ত্ৰী লাল থানহাওলা মঙ্গলবার আইজল থেকে ১৬ কিলোমিটার দূরে ফালকাওনে রাজ্যের প্ৰথম মেডিক্যাল কলেজ উদ্বোধন করলেন। কলেজের নাম দেওয়া হয়েছে মিজোরাম ইন্সটিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিয়ার্চ(এমআইএমইআর)।
আগামি সপ্তাহ থেকে এই মেডিক্যাল কলেজে ক্লাস শুরু হচ্ছে ৭৩ জন ছাত্ৰকে নিয়ে। প্ৰায় ১০ জন অনাবাসী ভারতীয়(এনআরআই)ছাত্ৰ ইতিমধ্যেই নাম লিখিয়েছে এই কলেজে। কলেজ চত্বরে রেফারেল হাসপাতালও চলবে।
শিক্ষা প্ৰতিষ্ঠান উদ্বোধন করে মুখ্যমন্ত্ৰী লাল থানহাওলা বলেন,‘আমরা অত্যন্ত খুশি ঈশ্বর আমাদের এই সেরা উপহার দেওয়ায়’। প্ৰাথমিক পর্যায়ে ১০০ জন ছাত্ৰছাত্ৰীকে নিয়ে ক্লাস শুরু হবে। কলেজে ভর্তির শেষ তারিখ ৩০ আগস্ট।