
আইজলঃ মিজোরামে মঙ্গলবার একটি যাত্ৰীঠাসা বাস গভীর খাদে পড়ে যাওয়ায় ৬ মহিলা সহ কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়। আহত হন অন্যান্য ১৯ জন। পুলিশ জানিয়েছে এখবর। বেসরকারি বাসের সহকারী চালক বাস চালাচ্ছিলেন। বাস চালক ঘুমোচ্ছিলেন। পথে বাঁক নিয়ে গিয়েই বাসটি খাদে গড়িয়ে পড়ে।